বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০

নাটোরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি : বাসস

নাটোর, ৩ সেপ্টেম্বর, ২০২৫  (বাসস) : বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা শেষে সমাবেশ করেছে সিংড়া উপজেলা বিএনপি। 

আজ বুধবার দুপুরে উপজেলা কোর্ট মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।

তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭১ এর মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, দেশে উন্নয়ন ধারার সূচনা করেছেন। দেশপ্রেম এবং সততার শীর্ষে থাকা শহীদ জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই, দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই।  

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। সমাবেশে সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুননেছা পুতুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব ও দাউদার মাহমুদ, জেলা বিএনপি’র সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইউসুফ আলী, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল প্রমুখ।

এরআগে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহনে গোল-ই-আফরোজ সরকারি কলেজ থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়।