শিরোনাম
নড়াইল, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণে ৯দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের আয়োজনে কেন্দ্রীয় টাউন কালিবাড়ী মন্দির মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের ট্রাষ্ট্রি সমীর কুমার বসু।
ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতাবৃদ্ধিকরণ প্রকল্প’র (২য় পর্যায়) আওতায় মতুয়া সম্প্রদায়ের পুরোহিতদের এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) আকাশ হীরা।
এতে বক্তব্য দেন জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম পাল, মতুয়ারত্ন অশোক কুন্ডু, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নড়াইলের সহকারি প্রকল্প পরিচালক দীপ্তি দাস, যশোরের সহকারি প্রকল্প পরিচালক চৈতী মহলদার, পরীক্ষীত গোসাই, শ্যামসুন্দর গোস্বামী।
সূত্রে জানা গেছে, ৯দিন ব্যাপী প্রশিক্ষণে হিন্দু আইন, পূজা পদ্ধতি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবা, ভূমি আইন ও আইসিটি, সনাতন ধর্মীয় রীতিনীতি,সামাজিক মূল্যবোধ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণে মতুয়া সম্প্রদায়ের মোট ২৫ জন পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ নিচ্ছেন।