শিরোনাম
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কারিগরি এসএসসি ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আগামী ৩ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে পেমেন্ট ও রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসকল প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করেছে কিন্তু পেমেন্ট ও রেজিস্ট্রেশন করেনি সেসকল প্রতিষ্ঠানকে আগামী ৩ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে ডিউ আ্যমাউন্ট এর সমপরিমাণ অর্থ পেমেন্ট করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট করতে ব্যর্থ হলে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন হবে না এবং ব্যর্থতার দায় প্রতিষ্ঠানের ওপর বর্তাবে।