বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৯

কালীগঞ্জে ৩শ’ কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

ছবি : বাসস

ঝিনাইদহ, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলার তিনশ কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

আজ নবুধবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমদাদ হাসান, বাংলাদেশ বেতারের ঝিনাইদহ জেলা প্রতিনিধি মো. আহসান কবির ও স্থানীয় গণমাধ্যমকর্মী ওলিয়ার রহমান।

এসময় উপজেলার ৩শ’ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি মাসকলাই ডালের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।