বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪২

দেশে এলপিজির দাম কমলো

ছবি : সংগৃহীত

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সৌদি আরবের কোম্পানী আরামকো নির্ধারিত নতুন মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি) আজ মঙ্গলবার এলপিজির দাম কমিয়েছে।

বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ভর্তি সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আজ থেকেই সকল এলপিজি বিপণন সংস্থা নতুন দাম কার্যকর করবে।’

এলপিজি ৫.৫ কেজি, ১২ কেজি, ১২.৫ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি ধারণক্ষমতার সিলিন্ডারে বাজারজাত করা হয়।

বিইআরসি’র গ্রাহক পর্যায়ে এখন থেকে গ্যাস ভর্তি সিলিন্ডারের দাম হবে যথাক্রমে ৫৮২ টাকা, ১,২৭০ টাকা, ১,৩২৩ টাকা, ১,৫৮৮ টাকা, ১,৬৯৪ টাকা, ১,৯০৬ টাকা, ২,১১৭ টাকা, ২,৩২৯ টাকা, ২,৬৪৭ টাকা, ৩,১৭৬ টাকা, ৩,৪৯৪ টাকা, ৩,৭০৫ টাকা এবং ৪,৭৬৪ টাকা।

গত ৩ আগস্ট থেকে কার্যকর হওয়া এলপিজি’র দাম ছিল যথাক্রমে ৫৮৪ টাকা, ১,২৭৩ টাকা, ১,৩২৬ টাকা, ১,৫৯২ টাকা, ১,৬৯৮ টাকা, ১,৯১০ টাকা, ২,১২২ টাকা, ২,৩৩৪ টাকা, ২,৬৫৩ টাকা, ৩,১৮৩ টাকা, ৩,৫০২ টাকা, ৩,৭১৪ টাকা ও ৪,৭৭৫ টাকা।

ঘোষণা অনুযায়ী, সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ টাকা কমানো হয়েছে।
বিইআরসি অটো গ্যাসের দাম কমিয়ে প্রতি লিটার ৫৮.১৫ টাকা করেছে।  

বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান বলেন, সৌদি আরামকো মে মাসের জন্য প্রোপেন ও বিউটেনের দাম কমিয়ে দেওয়ায় বাংলাদেশে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম পুনরায় নির্ধারণ করা হয়েছে।

প্রতি টন প্রোপেন ৫২০ মার্কিন ডলার এবং প্রতি টন বিউটেন ৪৯০ মার্কিন ডলারে বিক্রির নতুন দাম নির্ধারণ করা হয়েছে।