বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৮

হালদা নদীতে অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে অভিযান

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীতে অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে অভিযান। ছবি : বাসস

চট্টগ্রাম উত্তর (ফটিকছড়ি), ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাইন্দং ইউনিয়নের জুগনিঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় ফটিকছড়ি থানা পুলিশের সদস্যবৃন্দ, আনসার বাহিনী ও স্থানীয়রা সহযোগিতা করেন।