বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৭

ছিনতাই রোধে গাজীপুরে মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট

গাজীপুরে মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট। ছবি : বাসস

গাজীপুর, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ছিনতাই প্রতিরোধে গাজীপুরের টঙ্গীতে মহাসড়কে চেকপোস্ট বসিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার বিকেল থেকে এই চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার তথ্য নিশ্চিত করে র‌্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, এখন থেকে ছিনতাইরোধে মহাসড়কে নিয়মিত র‌্যাবের চেকপোস্ট ও টহল চলবে। 

তিনি বলেন, ইদানিং টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকায় বিআরটি ফ্লাইওভারে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে র‌্যাবের পক্ষ থেকে নিয়মিত চেকপোস্ট ও টহল জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় চিহ্নিত মাদকস্পটগুলোতেও র‌্যাবের নজরদারি বাড়ানো হয়েছে।