বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪

খুলনায় নিরাপদে সড়ক ব্যবহার সম্পর্কে অবহিতকরণ কর্মসূচি

আজ খুলনায় নিরাপদে সড়ক ব্যবহার সম্পর্কে অবহিতকরণ কর্মসূচি। ছবি : বাসস

খুলনা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ছাত্রছাত্রীদের নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

এর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার কেএমপির একাধিক টিম নগরীর বিভিন্ন স্কুলে ‘রোড সেফটি’র উপর নির্মিত ভিডিও প্রদর্শন করে।

শিক্ষার্থীরা যাতে বাসা থেকে বের হয়ে নিরাপদে স্কুলে পৌঁছাতে পারে এবং বাসায় ফিরতে পারে-সে বিষয়ে প্রয়োজনীয় কিছু টিপস এই ভিডিওতে দেখানো হয়েছে।

কেএমপি’র টিম সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার উপায়, রাস্তা পারাপারের নিয়ম, যানবাহনে ওঠা ও নামার নিয়ম, ফুটপাত না থাকলে রাস্তায় হাঁটার নিয়ম ইত্যাদি বিষয়ে আলোচনা করে।

এছাড়া মানব পাচারের শিকার না হওয়া, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্য বিবাহের কুফল, মোবাইল আসক্তি থেকে দূরে থাকা ইত্যাদি বিষয়েও মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন কেএমপি টিমের সদস্যরা।

নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ও বাস্তুহারা মাধ্যমিক বিদ্যালয়ে কেএমপি টিমের নেতৃত্ব দেন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। পল্লীমঙ্গল দিবাকালীন মাধ্যমিক বিদ্যালয়, এইচ আর এইচ প্রিন্স আগাখান মাধ্যমিক বিদ্যালয় ও নজরুল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা। 

খুলনা পাবলিক স্কুল এন্ড কলেজে নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম,বিপিএম-সেবা।

এ বিষয়ে কেএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহম্মদ বলেন, ধারাবাহিকভাবে স্কুলগুলোতে সড়ক ব্যবহারসহ মাদক ও মানব পাচার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের অবহিত করা হচ্ছে। প্রতিদিন ৬টি করে স্কুলে এই কর্মসূচি চলছে। শহরের প্রতিটি স্কুলে এই অবহিতকরণ কর্মসূচি পরিচালনার উদ্যোগ রয়েছে।