বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫

ভোলায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

ভোলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি করা হয়। ছবি : বাসস

ভোলা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা সদরের কালীনাথ রায়ের বাজার বিএনপির কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেনিন। 

এ সময় জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম- আহ্বায়ক শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান, হারুন অর রশিদ, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, এনামুল হক, হুমায়ুন কবির সোপান, ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ ও সদস্য সচিব হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। 

এর আগে শহরের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে সমবেত হন।

পরে, জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানার ও ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।