বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৪

ঠাকুরগাঁও চিনিকলে আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন

সোমবার ঠাকুরগাঁও চিনিকলের জন্য জেলা সদরের হরিহরপুর এলাকায় আখ রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঠাকুরগাঁও চিনিকলে আখ রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে জেলা সদরের হরিহরপুর এলাকার চাষি শাহাজাহান আলী ও সিরাজুল ইসলামের জমিতে রোপণ কার্যক্রমের উদ্বোধন করে সুগার মিল কর্তৃপক্ষ।

এ সময় চাষিদের উদ্বুদ্ধ করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জুম মিটিংয়ে যুক্ত হয়ে আখ রোপণ ২০২৫-২০২৬ মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান।

ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ বিএসএফআইসি’র টেকনিক্যাল সার্ভিস (টিএস) প্রধান কৃষিবিদ মঞ্জুরুল হক।

এ সময় জেলা চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) তাজুরুল ইসলাম , মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) নুরল আমিন, কেন্দ্রীয় আখচাষি সমিতির উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান ইউনুস আলী, ঠাচিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন রতন ও বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক কর্মচারী ফেডারেশনের নির্বাহী সদস্য রুহুল আমিনসহ শতাধিক আখচাষি উপস্থিত ছিলেন।

সভায় সুগারমিল কর্তৃপক্ষ জানায়, একটা সময় আখ চাষ থেকে কৃষকরা মুখ ফিরিয়ে নিলেও ভালো দামের কারণে আবার আশাব্যঞ্জকভাবে আখচাষে ঝুঁকছেন। মিল জোন এলাকায় এবার আখ রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৫শ একর জমি। আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ৯০ হাজার টন এবং চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ হাজার ৬৭০ টন।

মিল গেটে ২০২৫-২৬ মাড়াই মৌসুমে প্রতি কুইন্টাল আখের দাম নির্ধারিত আছে ৬০০ টাকা। তবে আখচাষিরা এ দাম বৃদ্ধি করে ৮০০ টাকা করার দাবি জানান।

প্রধান অতিথি কৃষিবিদ মঞ্জুরুল হক কৃষকদের আশ্বাস দিয়ে বলেন, আখচাষিদের দাবি অনুযায়ী আখের দাম বাড়ানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মিল কর্তৃপক্ষ জানান, মিল জোন এলাকায় একযোগে ৫৭টি কেন্দ্রের ৯৩টি ইউনিটে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।