বাসস
  ৩১ আগস্ট ২০২৫, ১৭:৩০

ঝিনাইদহে অনিয়মের দায়ে তিনটি প্রাইভেট ক্লিনিককে জরিমানা

রোববার জেলার মহেশপুরে তিনটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : বাসস

ঝিনাইদহ, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার মহেশপুর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় একটি হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দেয়া হয়। 

আজ সকাল ১০টা থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে মহেশপুর শহরের সালেহা ডায়াগনস্টিক সেন্টার, গ্রীন ল্যাব মেডিকেল সার্ভিসেস এবং মহেশপুর প্রাইভেট হাসপাতালকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার জরিমানা করা হয়। পাশাপাশি মহেশপুর প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।