শিরোনাম
শেরপুর, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ শাহাজাদা নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার বিকেলে তাকে উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকা থেকে আটক করা হয়।
শাহাজাদা শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার ইসমাইল আকন্দের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উত্তরবন্দ এলাকায় অভিযান চালিয়ে শাহাজাদাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ৭৫ হাজার ভারতীয় রুপিসহ আটক শাহাজাদার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দিয়ে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। জেনেছি আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।