বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৬:৫০
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৭:০১

আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আর কোনো ফ্যাসিবাদকে দেখতে চাই না, আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। 

তিনি বলেন, দেশের মানুষ একটি পরিবর্তন দেখতে চায়।

আজ শনিবার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির এ কথা বলেন।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ১২ তারিখের পর ১৩ তারিখ থেকে যে পরিবর্তন আসবে, তা আসবে এ দেশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার ওপর ভর করে। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানবো না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না।

তিনি আরও বলেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাইছি না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। চৌদ্দগ্রামে ১১ দলের প্রতীক দাঁড়িপাল্লা। এই প্রতীককে সামনে নিয়ে এগারো দলকে লড়ে যেতে হবে।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেন, সাধারণ পোশাক পরা মহিলাও এখন জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। আমাদের মায়েদের ওপর হাত দেবেন আর আমরা বসে বসে দেখব— এটা হতে পারে না। তখন আমাদের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যাবে।

কওমী মাদ্রাসা বন্ধের গুজব মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, বংশীয় ধারাক্রমে কওমীর একজন প্রতিনিধিত্বকারী আল্লামা মামুনুল হককে সঙ্গে নিয়ে আমরা কওমি মাদ্রাসা বন্ধ করব নাকি? এ রকম আরও অনেকে আমাদের সঙ্গে আছেন। তবে মানুষ পোড় খেতে খেতে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন আর গুজব কানে তুলে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখপানে যাওয়া। আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা ঘোষণা দিয়েছি, ১১ দলের যে প্রতীক যেখানে থাকবে, সেটাই হবে সবার প্রতীক। 

তিনি আরও বলেন, আমরা কথা দিচ্ছি যে আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে।

তিনি আরও বলেন, আমরা এই জাতিকে আর বিভক্ত করতে চাইনা। ধর্ম, বর্ণ, গোষ্ঠী, পরিবার কারো স্বার্থ দেখবো না। আমরা ১৮ কোটি মানুষের স্বার্থ দেখব। 

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চাই। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কিছু হবে না। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বেটার এডুকেশন, বেটার নেশন।