শিরোনাম

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) আয়োজনে আজ সকালে বিসিআই বোর্ডরুমে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আর্থিক ব্যবস্থাপনা ও ডিজিটাল আর্থিক সাক্ষরতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্থিক ব্যবস্থাপনা ও ব্যবসা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিল্প ও ব্যবসা খাতকে টেকসই ও প্রতিযোগিতামূলক করতে উদ্যোক্তা ও পেশাজীবীদের ডিজিটাল আর্থিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন জরুরি।
অনুষ্ঠানে বিসিআই সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন বলেন, বর্তমানে বিশ্বে আর্থিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে এবং ভবিষ্যতে এর ব্যবহার আরও বিস্তৃত হবে।
কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেটকম লার্নিং বাংলাদেশের সিনিয়র ব্যবস্থাপক মো. ইমদাদুল ইসলাম এবং সীমান্ত ব্যাংক পিএলসি’র সিনিয়র ব্যবস্থাপক ও আর্থিক সাক্ষরতা শাখার প্রধান সঞ্জয় পাল।
কর্মশালায় বিসিআইয়ের সদস্যসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।