বাসস
  ২৮ আগস্ট ২০২৫, ১৭:২৯

সুনামগঞ্জে বালু উত্তোলনে সাজাপ্রাপ্ত ৫ জন কারাগারে 

সুনামগঞ্জ, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): সুনামগঞ্জের তাহিরপুরে শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে সাজাপ্রাপ্ত পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার ওই পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের কারাদণ্ড দেন। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম সান্তনু।

ওইদিন দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদীতে এ অভিযান চালানো হয়। 

তথ্য নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বদরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ফজর আলী (৫০), আমবাড়ি গ্রামের আলাকজ মিয়ার ছেলে আব্দুর রশিদ (৩১), হলহলিয়া (চরগাও) গ্রামের আব্দুল হাইর ছেলে মিস্টার নুর (২৮), আমতৈল গ্রামের জহির আলীর ছেলে মিয়া চান (২২) ও মৃত কালা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮)।