শিরোনাম
ঝালকাঠি, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
বুধবার দুপুরে েজলা প্রশাসক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে ভাব বিনিময় করেন ও তাদের সঙ্গে গল্প করে কিছু সময় কাটান। শিশুরা তাকে দেখে আনন্দে ছালাম জানায়, কেউ আবার তার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে থাকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা জানান, জেলা প্রশাসকের উদ্যোগে উন্নয়ন কাজে কিছু টাকা বরাদ্দ পাওয়া গেছে। শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতভাবে তিনি টিফিন দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, বিশেষ শিশুদের যত্ন ও বিকাশে সবাইকে একসাথে কাজ করতে হবে।