বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ১৭:৪২

দিনাজপুরে পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা 

আজ মঙ্গলবার পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা । ছবি : বাসস

দিনাজপুর, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সদর উপজেলা পরিষদের হলরুমে কৃষি সপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং গ্লে¬াবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিনের (গেইন) সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন সুলতানা। এসময় তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালা শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, এর বাস্তবায়ন করতে হবে। দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে দেশীয় ফলের চারা ও সাক সবজি রোপণ করতে জরুরী পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। শুধু খাদ্য গ্রহণ করলেই হবে না, সুস্থ ভাবে বাঁচার জন্য অবশ্যই পুষ্টিকর খাবার খেতে প্রত্যেককে গুরুত্ব দিতে হবে। শিশু ও কিশোরদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ অপরিহার্য। ছোটবেলা থেকেই পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে একজন শিশু নাগরিক হিসেবে গড়ে উঠবে এই বিষয়টি কার্যকরে কৃষি বিভাগকে ভূমিকা রাখতে হবে বলে  তিনি আশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন তুষার, গেইনের কনসালটেন্ট নীহার কুমার প্রামানিক, মাহবুব আলম, উথরাইল ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান মো. রুহুল আমিন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরভী আক্তার, শিক্ষক মাহবুবা খাতুন। 

কর্মশালায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউপি সদস্য, সাংবাদিক, বাজার কমিটির সভাপতি, শিক্ষক, নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।