শিরোনাম

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে চার মাসব্যাপী ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। রাজধানীর ধানমন্ডিস্থ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)- এ এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
গত ২৯ জানুয়ারি নায়েমের পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) প্রফেসর ড. সৈয়দা সারাহ্ শিমুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ অর্থবছরের প্রশিক্ষণ ক্যালেন্ডার অনুযায়ী এই কোর্সটি আগামী ১৬ জুন পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে মোট ১৬০ জন (১১০ জন পুরুষ ও ৫০ জন নারী) প্রশিক্ষণার্থীকে মনোনয়ন দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে মূল তালিকার পাশাপাশি ৩০ জনের (২০ জন পুরুষ ও ১০ জন নারী) একটি অপেক্ষমান তালিকাও চাওয়া হয়েছে।