শিরোনাম
ঝালকাঠি, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ বাংলাদেশ টেলিভিশনে শিশু ও কিশোর-কিশোরীদের নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি ২০২৫’ সম্প্রচার উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিনুর আলম, কালচারাল অফিসার কামরুজ্জামান।
জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা জানান, 'নতুন কুঁড়ি-২০২৫' এ বরিশাল অঞ্চল-১ এর অন্তর্ভুক্ত ঝালকাঠি, পিরোজপুর ও বরিশালের অডিশন হবে বরিশালে। অভিনয়, আবৃত্তি, গল্পবলা, নৃত্য, গান ও হামদ-না’তসহ মোট ৯টি বিভাগে ৬ থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েরা অংশ নিতে পারবে। আবেদন করা যাবে ১৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। বিটিভির ওয়েবসাইটে গুগল ফর্ম পূরণ করে বা ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে বিনামূল্যে আবেদন করা যাবে।