শিরোনাম
পঞ্চগড়, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ শিক্ষা মন্ত্রণালয়ের ‘সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এসইডিপি’-এর ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন’ (পিবিজিএসআই) স্কীমের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন। ।
এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, ধাক্কামারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষা মন্ত্রণালয়ের ‘সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এসইডিপি’ -এর ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন’ (পিবিজিএসআই) স্কীমের আওতায় ২০ জন নির্বাচিত শিক্ষার্থীর মধ্যে জনপ্রতি পাঁচহাজার টাকার চেক হস্তান্তর করা হয়।