শিরোনাম
হবিগঞ্জ, ২৫ আগষ্ট, ২০২৫ (বাসস) : জেলার মাধবপুর থেকে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯।
আটককৃত আসামিরা হলো শাহাবুদ্দিন (৩৫) ও মোসা মিয়া (৩৮)।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের র্যাব-৯ সিপিসি-৩-এর একটি চৌকস দল মাধবপুর থানাধীন চারাভাঙ্গা মোড় এলাকা থেকে তাদের আটক করে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।