শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার শিবগঞ্জে বানভাসি ৭ শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ভেটেরিনারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার উপজেলার পাঁকা ইউনিয়নের কদমতলা ও চরপাঁকা এলাকায় ত্রাণ বিতরণ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এসময় বন্যা দুর্গত এলাকার দুস্থ ও অসহায় ৭০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগীদের জন্য চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং গবাদিপশুর চিকিৎসা সেবাও দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।
ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগনের কল্যানে কাজ করে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।