বাসস
  ২৫ আগস্ট ২০২৫, ১৭:০২

তিস্তায় নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রংপুর, ২৫ আগস্ট ২০২৫ (বাসস): রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর নীরব রায় উৎসের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল আজ সোমবার সকাল সাড়ে ১১টার মরদেহটি উদ্ধার করে। 

নীরব রায় নীলফামারীর জলঢাকা উপজেলার সদর এলাকার তপন রায়ের ছেলে। তিনি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে নীরবসহ ৭ বন্ধু মিলে দ্বিতীয় তিস্তা সেতুতে ঘুরতে যাতে। বিকেল সাড়ে ৬ টার দিকে নীরব ও তার ২ বন্ধু দ্বিতীয় তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। এরপর ২ বন্ধু উঠে এলেও তিনি নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল অভিযান চালায়।

আজ সকাল ১১টার দিকে স্থানীয়দের খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুরে আনা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন মাস্টার) আব্দুল মান্নান বলেন, নিখোঁজের খবর পাওয়ার পর থেকে আমাদের ডুবুরিদল তল্লাশি চালাচ্ছিল। আজ সকালে দ্বিতীয় তিস্তা সেতুর পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে মরদেহ ভেসে ওঠে।