বাসস
  ২৫ আগস্ট ২০২৫, ১৬:০৭

দিনাজপুরে প্রাণী চিকিৎসায় জুনোসিসের গুরুত্ব বিষয়ক কর্মশালা 

দিনাজপুরে প্রাণী চিকিৎসায় জুনোসিসের গুরুত্ব বিষয়ক কর্মশালা। ছবি: বাসস

দিনাজপুর, ২৫ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ ‘অসুস্থ প্রাণী থেকে নমুনা সংগ্রহ, সংরক্ষণ প্রেরণ, ল্যাবরেটরিতে রোগ নির্ণয় ও চিকিৎসায় জুনোসিসের গুরুত্ব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা সদরে জেলা ভেটেরেনারি হাসপাতালের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরেনারি ও এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. বেগম ফাতেমা তুজ জোহরা।

দিনাজপুর জেলা ভেটেরেনারি হাসপাতালের কর্মকর্তা আশিকা আকবর তৃষার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুর রহিম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক মাহফুজা খাতুন।

দিনাজপুর জেলা ভেটেরেনারি হাসপাতাল আয়োজিত এ কর্মশালা পরিচালনা করেন ভেটেরিনারী সার্জন আব্দুস সালাম।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার ১৩টি উপজেলার ১৩ জন ভেটেরিনারী সার্জনসহ প্রাণী চিকিৎসায় সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণে ভেটেরেনারি ল্যাব প্র্যাকটিস: ইকুইপমেন্ট হ্যান্ডেলিং ও জুনোসিস ম্যানেজমেন্ট বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া। অসুস্থ প্রাণী থেকে নমুনা সংগ্রহের সতর্কতা সমূহ নিয়ে আলোচনা করেন জেলা ভেটেরেনারি হাসপাতালের সার্জন এম. এ জলিল। 
পোষা প্রাণী থেকে নমুনা সংগ্রহের জুনোসিস সতর্কতা নিয়ে আলোচনা করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আমবার আলী তালুকদার। সঠিক রোগ নির্ণয় এর জন্য প্রাণী থেকে নমুনা সংগ্রহ ও গবেষণাগারে প্রেরণে ধাপ সমূহ নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি ও জেলা ভেটেরেনারি হাসপাতালের কর্মকর্তা আশিকা আকবর তৃষা।