বাসস
  ২৫ আগস্ট ২০২৫, ১৫:০৫

সাতক্ষীরায় নতুন কুঁড়ি’র প্রচার বিষয়ক সভা

সাতক্ষীরায় নতুন কুঁড়ি-২০২৫ এর প্রচার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

সাতক্ষীরা, ২৫ আগস্ট ২০২৫ (বাসস) : দুই দশকের দীর্ঘ বিরতির পর বাংলাদেশ টেলিভিশনে ফের প্রচার করা হবে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’। 

এটি সফল করতে সাতক্ষীরায় নতুন কুঁড়ি-২০২৫ এর প্রচার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আজ সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণু পদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মাওলানা আবুল খায়ের।

এছাড়া বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দীন, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আক্তারুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়েতের নায়েবে আমির ফকরুল হাসান লাভলু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার ফুল কুঁড়ির আব্দুল্লাহ আল মামুন, কপোতাক্ষ শিল্পী গোষ্ঠীর শারাফাত হোসেন লিটিলসহ জেলার সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘ তিন দশকে অনেক তারকার জন্ম দিয়েছে নতুন কুঁড়ি। এর মাধ্যমে অনেকে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সঙ্গীতজগতে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন।