শিরোনাম
চট্টগ্রাম উত্তর (ফটিকছড়ি), ২৫ অগাস্ট, ২০২৫ (বাসস): চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ভর্তুকি মূল্যের সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অবৈধভাবে তেল মজুত করার অভিযোগে মোহাম্মদ ইকবাল (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। মোহাম্মদ ইকবাল উপজেলার ধর্মপুর ইউনিয়নের রায়দার বাড়ির খায়রুল বশরের ছেলে।
আজ সোমবার সকালে উপজেলার নানুপুর বাজারে অভিযান চালিয়ে মেসার্স কামাল স্টোরের গুদাম থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) লোগোযুক্ত তেলগুলো জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নানুপুর বাজারে কামাল স্টোরের গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে ইকবাল নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুদামের ভেতর থেকে টিসিবির লোগোযুক্ত ১ হাজার ২০ লিটার সয়াবিন তেলের বোতল জব্দ করা হয়।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অভিযানকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা পুলিশের একটি দল, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা।
সরকারি ভর্তুকি মূল্যে টিসিবির সয়াবিন তেল খোলাবাজারে বিক্রির অনুমতি নেই। টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা লিটারে ভোক্তাদের কাছে বিক্রির কথা।