শিরোনাম
সুনামগঞ্জ, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : চব্বিশের ৭ জানুয়ারি অনুষ্ঠিত আমি-ডামি নির্বাচনে অংশগ্রহণকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে গতকাল শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. দুদু মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ডা. রাজা মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামাল উদ্দীন আহমেদ ও হাজী সুহেল খাঁন টুনু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান চৌধুরী ও মির্জা আবুল কাশেম স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুহাদ্দিস ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমুখ।
কয়ছর এম আহমেদ আরো বলেন, বিএনপি হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন। যারা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী, তারাই বিএনপির সঙ্গে যুক্ত থাকবেন। কোনো ফ্যাসিস্ট বা আওয়ামী লীগের সুবিধাভোগীরা বিএনপির সদস্য হতে পারবে না।
তিনি অভিযোগ করে বলেন, বিগত সময়ে আওয়ামী খুনি মাফিয়া সরকার এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। ২০১৪ সালে বিনাভোটে নির্বাচন হয়েছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে, ২০২৪ সালে আমি আর ডামির ভোট হয়েছে। গত ১৭ বছরে যারা নতুন ভোটার হয়েছে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। নতুন প্রজন্ম ভোট দিতে চায়।
তিনি আরও বলেন, যারা অন্যায় করে ও অন্যায়কে প্রশ্রয় দেয়, উভয়েই সমান অপরাধী। যারা আমি-ডামি নির্বাচনে অংশ নিয়েছে, তারা ফ্যাসিস্ট সরকারের দোসর। তাদের বিচারের আওতায় আনতে হবে।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের কেউনবাড়ী বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।