শিরোনাম
ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : নেত্রকোণা জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল পরিচালনার জন্য সাত সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
আগামী ৩০ আগস্ট ২০২৫, শনিবার এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
গঠিত কমিশনে নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট এম এ আওয়াল সেলিমকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন, নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মুখলেছুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খোকন ও অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, সহকারী অধ্যাপক মো. নুরে আলম ফকির, সাবেক প্রধান শিক্ষক জসিম আহমেদ খোকন, ও জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনসুর হোসেন চৌধুরী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।