শিরোনাম
কিশোরগঞ্জ, ২৩ আগস্ট ২০২৫ (বাসস) : জেলায় আজ সদর, কটিয়াদী ও ভৈরব উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি খাদ্য উৎপাদনকারি প্রতিষ্ঠানকে মোট পাঁচলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
জেলা নিরাপদ খাদ্য অফিস সূত্রে জানা গেছে, অভিযানকালে প্রথমে সদর উপজেলার চৌদ্দশত পশ্চিমপাড়া এলাকায় অনিবন্ধিত ও ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে সাদিয়া ফুড প্রোডাক্টস-কে একলাখ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ভেজাল শিশু খাদ্য জনসম্মুখে ধ্বংস করা হয়। এরপর, জেলার কটিয়াদী উপজেলায় কটিয়াদী সরকারি কলেজের সামনে অবস্থিত মাহি ফুড প্রোডাক্টস-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অননুমোদিত রঙ ব্যবহারের দায়ে একলাখ টাকা জরিমানা করা হয়। একই উপজেলার কটিয়াদী বাজারের সুমন বেকারীকে নিবন্ধন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একলাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলার ভৈরব উপজেলার ফাড়ি রঘুনাথপুর ও আলুকান্দা এলাকায় মো. লিটন মিয়াকে অনিবন্ধিত ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে একলাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত খাদ্য ধ্বংস করা হয়। এছাড়া ভৈরব পৌর শহরের দুর্জয় মোড়ে অবস্থিত আল আজিজিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট-এর ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণসহ নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে একলাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।