বাসস
  ২৩ আগস্ট ২০২৫, ১৯:২৮
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ২০:২১

পঞ্চগড়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ক্লিনিককে জরিমানা 

ছবি : বাসস

পঞ্চগড়, ২৩ আগস্ট ২০২৫ (বাসস): পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য পরীক্ষায় সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া এবং ক্লিনিক পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অনিয়মের দায়ে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এএসএম মাসুম উদ দৌলা। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য পরীক্ষায় সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা নেয়া এবং ক্লিনিক পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অনিয়মের দায়ে
দেবীগঞ্জ শহরের বোডিং পাড়া এলাকার মুম ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাফিয়া ডায়াগনস্টিক এন্ড হেলথ সেন্টার এবং দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ বাজারের লাইফ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।