বাসস
  ২৩ আগস্ট ২০২৫, ১৭:০২

বরিশালে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সভা

শনিবার বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বরিশাল, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : বরিশালে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আজ জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন।

এ সময় গেস্ট অফ অনার ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব এ এইচ এম সফিকুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

সভার শুরুতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে উন্মুক্ত আলোচনা হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।