শিরোনাম
লক্ষ্মীপুর, ২৩ আগস্ট, ২০২৫(বাসস) : দুই দিনব্যাপী এক রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ কর্মশালা আজ জেলায় সমাপ্ত হয়েছে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা মিলনায়তনে গতকাল শুক্রবার সকালে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
আজ শনিবার দুপুরে আলোচনা সভা ও সনদ বিতরণের মাধ্যমে কর্মশালার ঘটে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভি দাস।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম ভূঞা তপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের উপদেষ্টা আব্দুর রব শামীম, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, কর্মশালার আহ্বায়ক মাহতাব উদ্দিন আরজু এবং সদস্য সচিব আবদুল হান্নান সাগর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সাংস্কৃতিক ভান্ডারকে অতুলনীয়ভাবে সমৃদ্ধ করেছেন।
তিনি বাংলাদেশের ষড়ঋতুকে এতো গভীরভাবে উপস্থাপন করেছেন যে, আমাদের ষড়ঋতুর রন্ধ্রে রন্ধ্রে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি দৃশ্যমান।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রশিক্ষক সুমা রায় ও সুতপা সাহা দুই দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ দেন। প্রায় দেড় শতাধিক রবীন্দ্রসংগীত শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।