বাসস
  ২৩ আগস্ট ২০২৫, ১৪:১৫

নারায়ণগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৯

শুক্রবার নারায়ণগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুই পরিবারের নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল রনি সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন, দিনমজুর হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২) এবং তাদের তিন সন্তান ইমাম উদ্দিন (এক মাস), জান্নাত (৪) ও মুনতাহা (১১)। আরেকজন দিনমজুর তানজিল ইসলাম (৪০), তার  স্ত্রী আসমা বেগম (৩৫),  তাদের দুই সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মনির হোসেন। তিনি জানান, দগ্ধ হওয়া নয়জন বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন। তাদের মধ্যে আটজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতরাত সাড়ে তিনটার দিকে একটি টিনসেড ঘরে  বিকট শব্দে বিস্ফোরণ হয়।এতে পাশের একটি টিনসেড ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে পাঠান। খবর পেয়ে কাঁচপুর ও আদমজী ইপিজেডের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.মিরণ মিয়া বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগে দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছিল। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রেফ্রিজারেটরে আগুন ধরে কম্প্রেসর বিস্ফোরণ ঘটে।তবে  ঘরে তিতাস গ্যাসের  কোনো সংযোগ ছিলো না। আগুনের কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।