বাসস
  ২৩ আগস্ট ২০২৫, ১২:২২

মুন্সীগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মুন্সীগঞ্জ, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস): মুন্সীগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজ শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়।

ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডা. এম মুজাহেরুল হক। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ সুজন শরীফ, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আনিসুর রহমান, বায়োজিদ বোস্তামি, ওবায়দুল্লাহ তারেক।

জেলার ৩২০ জন কৃতী শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।