বাসস
  ২৩ আগস্ট ২০২৫, ০৯:৪৬

নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি: বাসস

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : নরসিংদীর রায়পুরা সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ইকবাল হোসেন শ্যামল গতকাল (শুক্রবার) আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খালিদ হোসেন নাহিদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুছা মিয়া, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন মাস্টার ও পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম।

এছাড়া উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে যোগ দেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।