বাসস
  ২২ আগস্ট ২০২৫, ১৫:৪৫

ময়মনসিংহে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু

ছবি: বাসস

ময়মনসিংহ, ২২ আগস্ট ২০২৫ (বাসস): ময়মনসিংহে নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের নবায়ন কার্যক্রম শুরু করেছে দক্ষিণ জেলা বিএনপি। 

আজ শুক্রবার সকালে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব রুকনুজ্জামান রোকন। 

অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান রোকন, যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান, আখতারুল আলম ফারুক, এনামুল হক ভুইয়া, মোহাম্মদ মোর্শেদ আলম, রুহুল আলম মাসুদ, শাহীদুল আলম খসরু প্রমুখ।

প্রাথমিক সদস্য ও নবায়ন ফরম বিতরণ কর্মসূচির দক্ষিণ জেলা টিম লিডার ছিলেন আব্দুল করিম সরকার। এ সময় দলের সদস্য এস এম ইকবাল হোসেন বাদল ও মুজাম্মেল হক মৃধাসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কেউ ঢুকে না যেতে পারে। বিএনপির একজন আদর্শিক কর্মী হতে হলে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ ও নীতি-আদর্শে বিশ্বাসী, তাদেরকেই সদস্য হিসেবে গ্রহণ করতে হবে। 

তারা আরও বলেন, আগামী দিনে শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং তারেক রহমানের নির্দেশে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে হবে।