বাসস
  ২১ আগস্ট ২০২৫, ১৯:৪৫

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, তলুইগাছা, বৈকারী, সুলতানপুর, মাদরা, চান্দুরিয়া ও বাকাল বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার গেড়াখালী ও মজুমদার খাল থেকে ৯৫ বোতল ভারতীয় মদ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার শ্মশান নামক স্থান থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার চারাবাড়ি থেকে ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার গেড়াখালী, বাহাদুর মোড় থেকে ভারতীয় ওষুধ ও শাড়ি, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার বলদঘাটা থেকে ভারতীয় ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত কলারোয়া থানার চাঁন্দা থেকে ভারতীয় ওষুধ, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত কলারোয়া থানার বলদঘাটা হতে ভারতীয় ওষুধ, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার শ্মশান হতে ভারতীয় ওষুধ, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত কলারোয়া থানার গোয়ালপাড়া ও কাদপুর থেকে ভারতীয় ওষুধ, বাকাল চেকপোস্ট-এর বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার শ্রীরামপুর থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১১ লাখ ২২ হাজার ৫০০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্যগুলো সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।