বাসস
  ২০ আগস্ট ২০২৫, ১৯:৩৩

টাঙ্গাইলে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সভা 

আজ টাঙ্গাইল, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সভা । ছবি : বাসস

টাঙ্গাইল, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : মাদকমুক্ত সমাজ বিনির্মাণে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আজ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে জেলা কারাগারে মাদক মামলার কারাবন্দীদের নিয়ে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এ সভায় মাদকের ক্ষতিকর দিক এবং মাদকের কুফল সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক।  

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেল সুপার মো. শহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল এর উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম প্রমুখ। সভা শেষে কারাবন্দীদের মাদক গ্রহণ না করার প্রত্যয়ে শপথ পাঠ করানো হয়।