শিরোনাম
বরিশাল, ২০ আগস্ট, ২০২৫ ( বাসস) : জেলায় আজ গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগের আয়োজনে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল লুসিকান্ত হাজং।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যান বৃন্দ, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প এনালিস্ট শরীফা পারভীন। আলোচনায় অতিথিরা গ্রাম আদালতের কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।