বাসস
  ২০ আগস্ট ২০২৫, ১৭:৪৫

দীর্ঘ ১৭ বছর পর ফকিরহাটে বিএনপি’র সম্মেলন

ফকিরহাটে বিএনপি’র সম্মেলন। ছবি : বাসস

‎বাগেরহাট, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : উৎসবমূখর পরিবেশে জেলার ফকিরহাট উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে গোরা-কারিম প্যানেল বিজয়ী হয়েছেন। 

সম্মেলনের দ্বিতীয় পর্বে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। 

ফলাফল ঘোষণা করেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শমসের আলী মোহন।

সম্মেলনে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন- শেখ কামরুল ইসলাম গোরা (ছাতা), তিনি পেয়েছেন ৩৪৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কামরুজ্জামান (আনারস), তিনি পেয়েছেন ২১৯ ভোট। সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম (কলস) ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইফতেখার আহমেদ পলাশ (ফুটবল), তিনি পেয়েছেন ২৭৬ ভোট। সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী (মাছ) ৩২৮ ভোট ও নোমান আলী মেহেদী ( গোলাপ ফুল) ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুশফিকুজ্জামান রিপন (আম) ২৪০ ভোট ও আলমগীর কবির (সাইকেল) ২১৫ ভোট পেয়েছেন।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে  ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জি. এ টি এম আকরাম হোসেন তালিম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি খুলনা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।‎

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, নির্বাহী সদস্য এড. ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপি’র সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ কামরুল ইসলাম গোরা ও ড. শেখ ফরিদুল ইসলাম।

এ সময় বিএনপি’র কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ছিলেন ৫৬৮ জন। 

দীর্ঘ ১৭ বছর ফকিরহাট উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীরা ছিলেন উচ্ছসিত।