বাসস
  ২০ আগস্ট ২০২৫, ১৬:০৬
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৬:৪৫

মহাখালীর ৭তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে। 

আজ বেলা ২টা ৩৭ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বেলা ৩টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তেজগাঁও থেকে তিনটি ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে। 

ফায়ার সার্ভিস বেলা ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 

প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।