বাসস
  ২০ আগস্ট ২০২৫, ১৫:৪৩

কালীগঞ্জে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা বাজারে ফার্মেসিতে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

ঝিনাইদহ, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলার কোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১টি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম।

অভিযানে মেয়াদোত্তীর্ণ বিদেশী ওষুধ বিক্রি এবং সংশ্লিষ্ট কাগজপত্র না থাকায় একাধিক অনিয়ম ধরা পড়ে। 

এ সময় মর্ডান ফার্মেসিকে  বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বিদেশি ঔষধ রাখার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময়ে কালীগঞ্জ থানা পুলিশ সঙ্গে ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) বলেন, জনস্বাস্থ্য রক্ষায় আমরা কোনও ধরনের অনিয়ম সহ্য করবো না। বাজারে ভুয়া ওষুধ কিংবা চিকিৎসা সেবা দিয়ে কেউ যেন জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য এই অভিযান অব্যাহত থাকবে।