বাসস
  ২০ আগস্ট ২০২৫, ১৩:৩৮

মাগুরায় ১৫দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

বুধবার মাগুরায় শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলা। ছবি: বাসস

মাগুরা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব ২০২৫ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলা।

আজ বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং সামাজিক বনায়ন জোন, জেলার সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী বন সংরক্ষক মো. গিয়াস উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ব্যক্তিবর্গ ও সামাজিক বনায়ন জোনের কর্মকর্তারা।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে হলে আমাদের সবাইকে পরিকল্পিতভাবে বৃক্ষ রোপণ করতে হবে। শুধু বৃক্ষরোপণ নয়, এগুলোর সঠিক পরিচর্যা করতেও হবে’। 

আলোচনা শেষে জেলা প্রশাসক বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষমেলায় মোট ১৫টি স্টল বসেছে, যেখানে ফলদ, বনজ ও ঔষধি গাছ প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।