বাসস
  ১৯ আগস্ট ২০২৫, ২১:৪৫

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ছবি : বাসস

বগুড়া, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জেলা শহরের আলতাফুনেছার খেলার মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী বেলুন, ফেন্টুন, কবুতর ও কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবদলের সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। 

জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান মনি, শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার। 

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এনামুল হক নতুন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, শহর স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক হোসেন আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবদলের সভাপতি সরকার সিফাত। 

সমাবেশ শেষে ঘোড়ারগাড়ি নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এর আগে সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। 

সমাবেশে রেজাউল করিম বাদশা বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই সরকারকে সবসময় সহযোগিতা করেছি। 

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করতে। রাজপথে রক্ত দিয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন। লাখ-লাখ নেতাকর্মী কারাগারে নির্যাতনের শিকার হয়েছে। 

তিনি বলেন, ছাত্র-জনাতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পেরেছি এবং শেখ হাসিনা বংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে।