বাসস
  ১৯ আগস্ট ২০২৫, ১৯:৩০

চট্টগ্রামে বিপুল পরিমাণে নকল ওষুধ উদ্ধার : গ্রেফতার ২

চট্টগ্রাম, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ ও নকল উত্তেজক ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই যুবককে গ্রেফতারও করা হয়। 

মূলত ‘এলিট করপোরেশন’ নামক একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান এসব ওষুধ প্রস্ততকারক ও বিক্রেতা। 

মঙ্গলবার (১৯ আগস্ট) নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে বন গবেষণাগার স্কুল সংলগ্ন সোনিয়ার মায়ের কলোনির একটি টিনশেড বাসা থেকে এসব ওষুধ জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত দুই যুবকের নাম আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০)।

ওসি মোহাম্মদ সোলাইমান জানান, ইন্টারনেট ঘেঁটে এলিট করপোরেশনের নামে দু’টি ওয়েবসাইটের সন্ধান পাওয়া গেছে। উভয় ওয়েবসাইটে দেখা গেছে, সেখানে উত্তেজক পাউডার, চিকন স্বাস্থ্য মোটাকরণ, উচ্চতা বাড়ানো, স্বাস্থ্য কমানো- এমন কাজের বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন প্রদর্শন করা হয়েছে। এরমধ্যে এলিট করপোরেশন বিডি নামক ওয়েবসাইটে পুলিশের জব্দ করা এসব পণ্যের মূল্যসহ বিজ্ঞাপনে দেখা হয়েছে। এসব পণ্যের সর্বনিম্ন মূল্য ১ হাজার ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ হাজারেরও বেশি। ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ নেই। তবে সেখানে পণ্য অর্ডার করার জন্য একটি মোবাইল নম্বর দেওয়া আছে। সেই নম্বরে একাধিকবার কল করা হলেও কেউ সাড়া দেননি। 

তিনি জানান, আটকৃতরা এসব ওষুধ উৎপাদন ও বিক্রির স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেননি। ওই ঘরটিতে প্লাস্টিকের বস্তার মধ্যে ৫০ লাখ ১৭ হাজার টাকা মূল্যমানের ওষুধ ছিল। যেগুলো অবৈধ ও ভেজাল। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান চলমান। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।