শিরোনাম
ঝিনাইদহ, ১৯ আগস্ট ২০২৫ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় আজ নির্ধারিত এলাকার বাইরে উচ্চমূল্যে সার বিক্রির দায়ে এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বিকাল ৩ টায় কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের জন্য নিযুক্ত সারের ডিলার ‘রিফাত এন্টারপ্রাইজ’-কে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রিফাত এন্টারপ্রাইজ কালীগঞ্জের রায়গ্রাম ইউনিয়নের জন্য সরকার নিযুক্ত বিসিআইসি সারের ডিলার এবং প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী মাহাবুবুর রহমান। নিয়মানুযায়ী রায়গ্রাম ইউনিয়নের সকল সাব- ডিলার ও কৃষকের মধ্যে সরকারি সার ন্যায্যমূল্যে বিক্রি করার বাধ্যবাধকতা থাকলেও ডিলার প্রতিষ্ঠান রিফাত এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাবৎ গোপনে নির্ধারিত এলাকার বাইরে উচ্চমূল্যে সরকারি সার বিক্রি করে আসছিল। মঙ্গলবার নির্ধারিত এলাকার বাইরে পার্শ্ববর্তী ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা বাজারে সার নিয়ে যাওয়ার পথে ৩০ বস্তা ইউরিয়া ও পটাশ সার বোঝাই নসিমন গাড়ি হাতেনাতে ধরা পড়ে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আইন ভঙ্গ করায় সারের ডিলার রিফাত এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে কালীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ইমদাদুল হাসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।