বাসস
  ১৯ আগস্ট ২০২৫, ১৮:২০

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে কারেন্ট জাল জব্দ

জেলার সরোজগঞ্জ বাজারে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাছ ধরার কারেন্ট জালসহ জাল তৈরির সরঞ্জাম জব্দের পর সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সরোজগঞ্জ বাজারে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাছ ধরার কারেন্ট জালসহ জাল তৈরির সরঞ্জাম জব্দ করেছে। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত সরঞ্জামের মূল্য ৫০ হাজার টাকা। তবে দোকান মালিক জাহাঙ্গীর অভিযানের খবরে এলাকা থেকে পালিয়ে যায়। 

আজ মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আশিস মমতাজের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম সরোজগঞ্জ বাজারের জাহাঙ্গীর স্টোরে অভিযান চালিয়ে কারেন্ট জাল, ১০ কেজি জাল তৈরির সরঞ্জাম ভারা, মাদুলি, পটকা ও মাছ ধরার চায়না রাবানিসহ ৫০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়। অভিযানে বিজিবি, পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।