শিরোনাম
পিরোজপুর, ১৯ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ছিল, বৃক্ষরোপণ, জেলা হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতা, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা।
এ উপলক্ষে দুপুর ১২টায় জেলা স্টেডিয়াম থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লিটু, আখতারুজ্জামান সুমন, আল আমিন মুন্সীসহ জেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।