বাসস
  ১৯ আগস্ট ২০২৫, ১০:২৮

তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি

সোমবার টাঙ্গাইলের ঘাটাইলে ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের মাঝে গাছের চারা উপহার প্রদানের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ছবি: বাসস

টাঙ্গাইল, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাইল উপজেলার সাগরদিঘী স্কুল এন্ড কলেজ, সাগরদিঘী বালিকা বিদ্যালয় ও ফুলমালির চালা ছাকেদ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের মাঝে গতকাল গাছের চারা উপহার প্রদান করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, যুগ্ম-সম্পাদক রানা কাজী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল ও সদস্য রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।