শিরোনাম
বাগেরহাট, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ স্লোাগানে জেলার কচুয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত এবং শ্রেষ্ঠ মাছচাষিকে ক্রেস্ট প্রদান করা হয়।
সোমবার সকাল ১০ টায় উপজেলা বিজয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে জিরো পয়েন্ট হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
পরে কচুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে ও অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নবাগত মো. আলী হাসান। বিশেষ অতিথি ছিলেন, কচুয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহমুদ, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মেরিন ফিশারিজ অফিসার দিপংকর কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে কচুয়া উপজেলার শ্রেষ্ঠ ২ জন মাছচাষিকে ক্রেস্ট প্রদান করা হয়।
শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।